বাগেরহাট পৌরসভা নির্বাচন ৩ কাউন্সিলর নির্বাচিত


 বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট পৌরসভা নির্বাচনের ১৮ দিন আগে ৩ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- বাগেরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে শেখ আবুল হাসেম শিপন, ৬ নং ওয়ার্ডে তালুকদার এ বাকী, ৭ নং ওয়ার্ডে শাহনেওয়াজ মোল্লা দোলন।
এই তিনটি কাউন্সিলর প্রর্থীর কোন প্রতিদ্বদ্বী না থাকায় তারা একক প্রর্থী হওয়ায় যাচাই-বাছাই শেষে কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত হন।
বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাগেরহাট পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডে, ৬নম্বর ওয়ার্ডে ও ৭ নম্বর ওয়ার্ডে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা নাথাকায় ৩ বর্তমান কাউন্সিলরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের পর চূড়ান্ত ঘোষণা করা হবে।
একই সাথে আজ বুধবার (২৭ জানুয়ারী) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্য্যালয়ে প্রার্থীদের প্রতিক বরাদ্দ করা হয়।
উল্লেখ্য, আগামী (১৪ ফেব্রয়ারী) অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মোট ৩৮২০০ জন ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.