মোরেলগঞ্জ প্রতিনিধি: আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা গেল আগষ্ট মাসে জেলায় শ্রেষ্ঠ হয়েছে। গত এক মাসে থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে উদ্ধার করেছে ৫০ পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে। মামলা রেকর্ড করা হয়েছে ১০টি।
এ ছাড়াও থানা পুলিশ ওয়ারেন্টি আসামি গ্রেফতার করেছেন ১৫০ জন। এমন তৎপরতায় জেলার ৯টি থানার মধ্যে মোরেলগঞ্জ থানা আগষ্ট মাসের মূল্যায়ন সভায় শ্রেষ্ঠ হয়েছে।
এ সাফল্যের জন্য বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানের হাতে সনদ ও ক্রেষ্ট তুলে দেন। জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
একই মূল্যায়ন সভায় মোরেলগঞ্জ থানার এসআই মিঠুন খান জেলায় শ্রেষ্ঠ এসআই নবর্বাচিত হয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.