বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কর্মরত বিভিন্ন পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব। প্রচণ্ড শীতে মাঠপর্যায়ে কাজ করা হকারদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে শহরের রেল রোডস্থ বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন পত্রিকার হকারদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বাদল, নির্বাহী সদস্য শ্যামল ঘোষ ও এনামুল ইসলাম খান।
এ সময় ক্লাবের সভাপতি মাসুম হাওলাদার বলেন, পত্রিকার হকাররা প্রতিদিন ভোর থেকে পরিশ্রম করে সংবাদপত্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। শীতের কনকনে ঠান্ডার মধ্যেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই প্রেসক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, সমাজের অবহেলিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো প্রেসক্লাবের একটি চলমান কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে পত্রিকার হকাররা সন্তোষ প্রকাশ করেন এবং বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #















