বাগেরহাটে ৪৭০০ নারী-পুরুষ ফিরে পেলেন চোখের আলো

বাগেরহাট প্রতিনিধি: ‘অন্ধত্ব প্রতিরোধ করুন’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘ এক যুগ ধরে লায়ন ফরিদের এ মানবতার সেবার মধ্যদিয়ে এ এলাকার ৪ হাজার ৭ শত নারী-পুরুষের চোখের আপারেশনের পাশাপাশি প্রায় ২৫ হাজার মানুষ বিনা মূল্যে চোখের চিকিৎসা ও অসুধ পেয়েছেন।

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় এবারও রামপাল উপজেলা ও মোংলা উপজেলার ২২০ জন রোগীর চোখের অপারেশন গত মঙ্গলবার ও গতকাল বুধবার ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পন্ন হয়েছে। গত ২৫ ডিসেম্বর রামপালের বড়দিয়া স্কুলে আই ক্যাম্প থেকে এসব রোগীর বাছাই শেষে চোখের অপারেশনের জন্য ঢাকায় নিয়ে আসা হয়। এ নিয়ে ড. শেখ ফরিদের উদ্যোগে গত ১২ বছরে বাগেরহাটের রামপাল ও মোংলার ৪ হাজার ৭০০ নারী-পুরুষ তাদের চোখের আলো ফিরে পেলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.