বাগেরহাটে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা-২০২১ এর চুড়ান্ত বিতর্ক-প্রতিযোগিতার পুরস্কার বিতরন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা-২০২১ এর চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতায় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চুড়ান্ত পর্বে প্রতিদ্বন্দিতা করে।
এতে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।তাদের হাতে পুরুস্কার তুলে দেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক।বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত ইসলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.