আইন-আদালতখুলনাব্রেকিং নিউজ বাগেরহাটে ২০ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার By বার্তা কক্ষ On জুলাই ২৩, ২০২৫ Share বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ফকিরহাট মডেল থানার মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ অফিস জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ এর সার্বিক দিক নির্দেশনায় মঙ্গলবার রাতে (২২ জুলাই) পুলিশ পরিদর্শক (নিঃ) আব্দুর রাজ্জাক মীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফকিরহাট মডেল থানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান মিশন, এসআই (নিঃ) আব্দুল আলিম শেখ, এসআই (নিঃ) শিবলি নোমানি, এবং সঙ্গীয় অফিসার ফোর্স সহ (২২ জুলাই), রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ফকিরহাট থানাধীন কাটাখালি মোড় হইতে আপ্যায়ন হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মো: দেলোয়ার হোসেন টিটু (৪৫), পিতা-মৃত ইমরান হোসেন, সাং-ছোট শ্রিরামপুর,থানা:সুধারাম, জেলাঃনোয়াখালি, ২। মনির হোসেন (২৪), পিতা: মুক্তার হোসেন, সাং-চন্দ্রনগর, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা ৩। আরমান (২২), পিতা: সাফায়েত হোসেন, সাং- কাগুইয়া, থানা: লাকসাম, জেলা: কুমিল্লা আসামিদয়কে একটি কাভার্ড ভ্যানের পিছন হইতে ২০ কেজি গাজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবং মাদকদ্রব্য আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.