বাগেরহাটে হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে জরিমানা


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা উপেক্ষা করায় এক নারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার শুভদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমান আদালতের পরিচালক ফকিরহাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা জানান, গত ১৬ মার্চ ওই নারী ভারত থেকে দেশে আসলেও তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না থেকে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাইরে ঘোরা-ফেরা করছিলো। এ অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, বিদেশ থেকে আসা সকলকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.