বাগেরহাটে শিশু শ্রম নিরসনে পরামর্শ সভা অনুষ্ঠিত


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শিশু শ্রম নিরসন বিষয়ক এক পরার্মশসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১জানুয়ারী) বেলা ১১ টায় উদয়ন বাংলাদেশের মিলনায়তনে শিশু বান্ধব রুপরেখা প্রনয়ণ বিষয়ক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রথমিক শিক্ষা অফিসার মো: শাহ আলম।
বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এবং ইনসিডিল বাংলাদেশের আয়োজনে ও গেøাবালমার্চ এগেইনষ্ট চাইল্ড লেবারের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় এ্যাডভোকেট শেখ মোহম্মদ আলী (পিপির) সভাপতিত্বে ও উদয়ন বাংলাদেশের নির্বাহি পরিচালক শেখ আছাদের সঞ্চলনায় অনুষ্ঠিত সভার শুরুতে মূল প্রবন্দ উপস্থাপন করেন ইনসিডিল বাংলাদেশের প্রতিনিধি এ্যাডভোকেট রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ মো: আসাদুর রহমান, জেলা সহকারি তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার,সমাজ সেবা অফিসের প্রমোশনাল অফিসার সোহেল পারভেজ, বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সরদার আনসার উদ্দিন, ষাটগম্বজ ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, উদয়ন বাংলাদেশের পরিচালনা কমিটির সম্পাদক ও প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইসরাত জাহান, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংবাদিক আজাদুল হক, আশার আলো বাংলাদেশ নির্বাহি পরিচালক মো: কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য মিতা বেগম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.