বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালিত


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে শহরের বিএম ভবনের মিলনায়তনে নবগঠিত কমিটির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ওবাগেরহাট জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনরি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, লায়ন ডা. ফরিদুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য ব্যরিষ্টার শেখ মো. জাকির হোসেন সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শেখ আব্দুল আলিম খোকন, এ্যাড. ফারহানা জাহান নীপা,এ্যাড. মিজানুর রহমান, খান মতিয়ার রহমান, মোল্লা ইসাক আলী, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদ, জেলা ছাত্রদলের সহ- সভাপতি তরফদার নেওয়াজ মো. গোলাম রসুল, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড কাজী মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আহসান হাবীব ঠান্ডা প্রমুখ।

পরে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ দিন সকালে জেলা বিএনপির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.