বাগেরহাটে শহরে পৃথক অভিযানে গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার আমলাপাড়া পিটিআই গেইটের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম ইয়ামিন হাওলাদার (১৯)। সে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বাগেরহাট শহরের সোনাতলায় ভাড়া বাসায় থাকতেন। তার কাছ থেকে প্রাথমিকভাবে এক কেজি গাঁজা জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পরে ইয়ামিনের স্বীকারোক্তি অনুযায়ী শহরের সোনাতলায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি ড্রামের ভেতর থেকে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় এক লাখ আশি হাজার টাকা।
এসময় ইয়ামিনের ভাই আলামিন হাওলাদার (২৩) পালিয়ে যায়।
একই দিনে অপর এক অভিযানে রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদ-উল-হাসান এর নেতৃত্বে পৌরসভার সোনাতলা গ্রামের পাঁচাদীঘির পাশে ভাড়াকৃত বাসায় অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাজা সহ মোঃ মিরাজ খান (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ-উল-হাসান বলেন, পৃথক অভিযানে গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.