বাগেরহাটে র‌্যাবের পক্ষ থেকে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ


বাগেরহাট প্রতিনিধি: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটে দুস্থ্য, অসহায় ও এতিমদের মাঝে উন্নত খাবার প্রদান করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট পৌরসভা চত্বরে র‌্যাব-৬ এর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ হায়দার, স্কট কমান্ডার লে. আবুল কালাম আজাদসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.