বাগেরহাটে রেফারেল ফোকাল পার্সনদের নিয়ে ফলোআপ ওয়ার্কশপ অনুষ্ঠিত


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে রেফারেল ফোকাল পার্সনদের নিয়ে ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে ইউ এন এফ পি এর সহযোগীতায় বেসরকারী সংস্হা আর আর এফ এর আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।
আর আর এফ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নার্গিস আনিসা সুলতানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন, জেলা তথ্য কেন্দ্রের তথ্য সেবা কর্মকর্তা সাবিকুন নাহার (তথ্য আপা), বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নিশাত তাসনিম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগর আলী,ইউ এন এফ পি এর ফিল্ড অফিসার ডাঃ নূর এ আলম সিদ্দিক, আর আর এফ এর উপ পরিচালক পলাশ নন্দী, আর আর এফ এর মনিটরিং অ্যান্ড ডকুমেন্টস অফিসার বৈশাখী আফরিন, প্রেস ক্লাবের সহ সভাপতি ইশরাত জাহান সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
কর্মশালায় জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে রেফারেল ফোকাল পার্সনদের করনীয় নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.