বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী প্রামে একটি মসজিদ রাতের আধাঁরে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২১ নভেম্বর বৃহষ্পতিবার দিবাগত রাত্রের কোনো একসময়ে দুর্বৃত্তরা এই কাজটি করে।
জানাগেছে মসজিদের ওই জমি নিয়ে দু পাশের মধ্যে বিরোধ চলে আসছিলো। তবে স্থানীয়দের দাবী জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে একটি মসজিদ ভেঙ্গে ফেলা আদৌ ঠিক হয়নি।
দীর্ঘ ৭ বছর ধরে ওই মসজিদটিতে স্থানীয়রা নামাজ আদায় করেছেন বলে মসজিদের প্রতিষ্ঠতা মাষ্টার হাফিজুর রহমান বিটিসি নিউজকে জানান।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং বাগেরহাট ইমাম পরিষদ নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
বাগেরহাট ইমাম পরিষদের সভাপতি মাও রুহুল আমিন ও সেক্রেটারী মোহাম্মাদ উল্লাহ আরেফি ব্যাপারে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বিটিসি নিউজকে জানান, মসজিদ ভাঙ্গার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.