বাগেরহাটে যুবদল নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: সুজন মোল্লার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২০ জুলাই) সকালে বাগেরহাট খুলনা মহাসড়কের খানজাহান আলী মাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস,কে,বদরুল আলম,সহ সম্পাদক রাজন, সম্পাদক ইকবাল, ফকিরহাট উপজেলা যুবদল নেতা মোল্লা রাজু আহম্মেদ, জেলা সদস্য মনিরুজ্জামান সোহাগ, আবুল হাসান,মাসুম বিল্ল,ফিরোজ, জিয়াউল আজাদ, বাসার, জেলা ছাত্রদলে ভারপ্রাপ্ত সভাপতি নেওয়াজ তরফদার গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোল্লা রাসেল, ছাত্রনেতা পলাশ, সুমন, শাওন, বাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.