বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

 

বাগেরহাট প্রতিনিধি:  আজ রবিবার বাগেরহাটের রামপালে মাইক্রোবাসের ধাক্কায় পলাশ শেখ (৪০) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সকালে বাগেরহাট-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাইক্রোবাসসহ চালককে আটক করেছে পুলিশ। পলাশের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মাইক্রোবাসটি বেসরকারি ওমেরা পেট্রোলিয়ামের। প্রতিদিন মংলা বন্দর এলাকায় অবস্থিত কার্যালয়ে কর্মরত কর্মচারীদের যাতায়াত কাজে ব্যবহ্নত হয়। নিহত পলাশ শেখ রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের প্রয়াত শহীদ শেখের ছেলে।

বাগেরহাট হাইওয়ে পুলিশের কাটাখালি থানার উপপরিদর্শক (এসআই) মলয়েন্দ্র নাথ রায় বিটিসি নিউজকে বলেন, স্থানীয় ঘের মালিক পলাশ শেখ তার মাছের ঘেরে কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন।

এসময় অসাবধনতাবশত তিনি রাস্তাপার হতে গেলে মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কায় দেয়। মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়লে পলাশ ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং মাইক্রোবাসসহ চালক আমির হোসেনকে আটক করে। তাকে কাটাখালি থানায় রাখা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.