বাগেরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে বাগেরহাট যাদুঘর মিলনায়তনে এই পুরুস্কার বিতরণ করা হয়।

বাগেরহাট প্রত্মতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মোঃ গোলাম ফেরদাউসের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ মসজিদের ইমাম মাওঃ হেলাল উদ্দিন মাতুব্বর, খানজাহান গবেষক আরিফুল ইসলাম, সাংবাদিক আলী আকবর টুটুল, সেচ্ছাসেবক সংগঠন টিম সিক্সটিজি’র প্রতিষ্ঠাতা এসএম খালিদ উজ জামান, মেজবাহ উদ্দিন, মিজানুর রহমান, মোঃ বশির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে ২৮ জন প্রতিযোগীর মধ্যে দুইটি গ্রুপে ৬জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ষাটগম্বুজ মসজিদের আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮জন শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.