বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৩টি পৌরসভা ও ৭৫টি ইউনিয়নে ১ লাখ ৬৭ হাজার ১৭৪ জন শিশুর ক ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে।

আজ রবিবার (০৪ অক্টোবর) সকালে বাগেরহাট সদর হাসপাতালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ শিশুদের এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কেএম হুমাউন কবিরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শিশুদের লাল ও নীল রঙয়ের ক্যাম্পসুল খাওয়ানো হবে।

প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পেইনে জেলার ১ হাজার ৮৩১টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৭ হাজার ৩৭৮ জন শিশুকে লাল ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৭৯৬ জন শিশুকে নীল রঙয়ের ভিটামিন ক্যাম্পসুল খাওয়ানো হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.