বাগেরহাটে বিশ্ব সাদা ছ‌ড়ি দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিশ্ব সাদা ছ‌ড়ি দিবস পালিত হয়েছে। লায়ন্সক্লাব অব বা‌গেরহাট গ্রীন জেলা সমাজ‌সেবা অ‌ধিদপ্তর এবং জেলা প্র‌তিবন্ধী অ‌ফি‌সের যৌথ আয়োজনে দিবস‌টি উদযাপন ক‌রা হয়।

ক্লাব প্রে‌সি‌ডেন্ট রি‌জিয়া পারভীন এর সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন জেলা সমাজ‌সেবা উপপ‌রিচালক এস এম র‌ফিকুল ইসলাম, জেলা প্র‌তিবন্ধী অ‌ফিসার মো: শামীম আহসান।

২০ জন দৃ‌ষ্টি প্র‌তিব‌ন্ধি‌কে সরকারিভা‌বে উন্নতমা‌নের সাদা ছ‌ড়ি এবং লায়ন্স ক্লাব অব বা‌গেরহাট গ্রী‌নের পক্ষ থে‌কে উপহার প্রদান করা হয়। তার ম‌ধ্যে দৃ‌ষ্টিপ্র‌তিবন্ধীরা সব থে‌কে বেশী অসহায়।

অ‌তি‌থিরা ব‌লেন, প্র‌তিবন্ধীরা সমা‌জের সব ‌থে‌কে অসহায়। তা‌দের রাস্তায় নিরাপ‌দে চলাচ‌লের জন্য প্র‌শিক্ষন এবং সাদা ছ‌ড়ি প্র‌য়োজন। সেন্সরযুক্ত সাদাছ‌ড়ি হ‌লে তারা নি‌জেরাই চলাচল কর‌তে পার‌বে।

আমা‌দের রাস্তা এবং ফুটপথ প্র‌তিবন্ধী‌দের চলার উপ‌যোগী কর‌তে হ‌বে। ১৯৬৪ সা‌লে যুক্তরা‌স্ট্রে প্রথম দৃ‌ষ্টি প্র‌তিবন্ধী‌দের জন্য দিবস‌টি পালন শুরু হয়। লায়ন্স ইন্টারন্যাশনাল এর হিসাবম‌তে বি‌শ্বে প্রায় ২৮ কো‌টি ৫০ লাখ মানুষ পু‌রোপু‌রি ও আং‌শিকভা‌বে চো‌খে দে‌খে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.