বাগেরহাটে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী ছুটলসহ দুইজনকে আটক করেছে পুলিশ


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বেমরতা কলাবাড়ীয়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ শেখ ইলিয়াস হোসেন ছুটুল (৩৭) নামের একজন সন্ত্রাসীকে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।

এ সময় লিজা ওরফে রিনা নামের এক নারীকেও আটক করে নিয়ে আসে পুলিশ।

আটক ছুটুল ওই গ্রামের মৃতঃ মোন্তাজ উদ্দিন শেখের ছেলে। তবে অস্ত্রটির পরিক্ষা-নিরিক্ষা ছাড়া এটা কি অস্ত্র তা সঠিক ভাবে বলতে পারেনি বাগেরহাটের পুলিশ।

গ্রামবাসীরা বিটিসি নিউজকে জানায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপঁন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সদরের বেমরতা ইউনিয়নের কলাবাড়ীয়া বিষ্ণুপুর গ্রামের শেখ ইলিয়াস হোসেন ছুটুলের বাড়ী থেকে তাকে আটক করে এবং তার স্বীকারোক্তিতে একটি অস্ত্রটি উদ্ধার করা হয়।

ছুটুল ওই অস্ত্রটি হেফাজতে রেখে এলাকা ভীতির সৃষ্টি করেছে। ফলে এলাকা থেকেই পুলিশ বিষয়টি জানানো হয়। তবে ইটালির তৈরী অস্ত্রটির ধরন উন্নত মানের দেখালেও তা খেলনা অস্ত্র বলে দাবী করেছে ছুটুল।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ রেজাউল করিম বিটিসি নিউজকে বলেন, আমাদের একটি টিম বৃহস্পতিবার রাতে একটি অস্ত্রসহ দুইজন কে আটক করে নিয়ে আসছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানাতে একটু সময় লাগবে বলে তিনি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.