বাগেরহাটে পাওনা টাকার জন্য হত দরিদ্রের ঘেরের পাড়ের সবজি নষ্ট করল বাবা-ছেলে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পাওনা টাকার জন্য মৎস্য ঘেরের পারের সবজি ও সবজির জন্য দেওয়া মাচা নষ্ট করার অভিযোগ উঠেছে ইয়াসলি শেখ ও তার ছেলের বিরুদ্ধে।

গত শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার  হেনা বেগমের হাড়িতে করা ঘেরের পাড়ে লাগানো সবজি ও সবজির মাচা নষ্ট করে তারা। এতে হেনা বেগমের অনেক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ হেনা বেগম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, গেল বছর স্থানীয় বাহাদুর শেখের ছেলে ইয়াসলি শেখের কাছ থেকে ১৫ হাজার টাকা হাড়িতে দেড় বিঘার একটি ঘের রাখি। ঘের রাখার সময় তাকে ইয়াসলিকে আমি নগদ সাত হাজার টাকা দেই। তারপরে আমি ঘেরের পারে মাটি দেওয়া ও  পোনা ছাড়ার জন্য ঘের সংস্কার করি। মাছ ছাড়া, ঘের সংস্কার, মাটি কাটা, সবজির চারা লাগানো ও মাচা তৈরির জন্য আমার এক লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে।

আমি হারির টাকার অবশিষ্ট ৮ হাজার টাকা সময় মত দিতে না পারায় ইয়াসলি শেখ ও তার ছেলে রাসেল শেখ আমার সবজি ক্ষেতের মাচা ভেঙ্গে ফেলে। সবজি ক্ষেত নষ্ট করে ফেলে। আমি এই ক্ষতি পূরন চাই। আমি স্থানীয় ইউিিপ সদস্যকে জানিয়েছি, তিনি যদি এর সুষ্ঠ বিচার না করেন, আমি আইনের আশ্রয়ে যাব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.