বাগেরহাটে নিউজ বাংলা ২৪ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে বাগেরহাটে নিউজবাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে সাড়ে ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের শহীদ মিনার চত্বর ঘুড়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাবের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাঁধন মানব উন্নয়ন সংস্থান নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, আহসানুল করিম, সাবেক সাধারন সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, মাছরাঙ্গা ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শওকাত আলী বাবু, এনটিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি ইয়ামিন আলী, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি খন্দোকার আকমল উদ্দিন সাখি, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি অলিপ কুমার ঘটক, আরটিভির জেলা প্রতিনিধি এসএম সামছুর রহমান, এটিএনবাংলার জেলা প্রতিনিধি আমিরুল হক বাবু, মাইটিভির জেলা প্রতিনিধি রিফাত আল মাহামুদ, পিটিবি নিউজ এর জেলা প্রতনিধি এসএম রাজ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি এসএস সোহান, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান, দৈনিক আমাদের নতুন সময় এর জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাজ, সিটিজেন টাইম্স এর জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার, ঢাকা পোষ্ট এর জেলা প্রতিনিধি তানজিম আহমেদ, দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক আলোকিত সকাল এর জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু, বাঁধনের এফোরআই প্রকল্পের সমন্বয়কারী খন্দেকার মুশফিকুল ইসলাম রিতুসহ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে নিউজবাংলার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায়, প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, সমাজের অসহায় মানুষের কথা তুলে ধরবে নিউজবাংলা।
নিউজবাংলায় সংবাদ প্রকাশের পর “একজন অসহায় মুক্তিযোদ্ধা” রতন বাবু প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। ঠিক এমন ভাবে দেশে অনিয়ম, র্দূনীতির খবর গুলো তুলে ধরে নিউজবাংলা গণতন্ত্রকে মজবুত করার পাশাপাশি সমাজকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সেই সাথে আগামীতে আরও ভালো করার প্রত্যাশা রেখে, নিউজবাংলার সাফল্য কামনা করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.