বাগেরহাটে তরুনী ধর্ষন মামলা : ইউপি সদস্যসহ ৫ জনের দুই দিনের রিমান্ড


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পূজা দেখে ফেরার পথে এক গার্মেন্টস কর্মী ধর্ষণ ও শ্লীলতাহানীর মামলায় ইউপি সদস্য শেখ মিজানুর রহমানসহ ৫ আসামীকে ২ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রিমান্ড শুশানী শেষে বাগেরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. আবির পারভেজ এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শফিকুর রহমান আদালতে আসামীদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অন্য আসামীরা হলেন, বাগেরহাট সদর উপজেলার চিন্তারখোড় গ্রামের অমল মৃধার ছেলে বিকাশ মৃধা(১৯), নারায়ন চন্দ্র সরকারের ছেলে সুকান্ত সরকার (৩২), অসীম বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮) এবং মোঃ আনোয়ার ফকিরের ছেলে মোঃ সোহেল ফকির (২৩)।

গত সোমবার (২৬ অক্টোবর) পূজা দেখে রাত দশটার দিকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বাকপুড়া মোড়ে পৌছালে ইউপি সদস্য মিজানুর রহমান ভয়ভীতি দেখিয়ে বাকপুড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের পিছনে নিয়ে ধর্ষণ করে । পরে ওই রাতে বাড়ি যাওয়ার পথে কয়েকজন যুবক তাকে শ্লীলতাহানী ঘটায়।

এঘটনায় তরুনী বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করে। এঘটনায় ইউপি সদস্য শেখ মিজানুর রহমানসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.