বাগেরহাটে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত করতে সাংবাদিকদের সাথে মতবিনিয়ম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলাকে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে দুটি উন্নয়ন সংস্থা উদয়ন ও ইনসিডিন। সভায় ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বন্ধে করনীয় বিষয়ে আলোচনা হয়।
উদয়নের পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন ইনসিডিনের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর রাফিউল আলী রানা।
প্রকল্প পরিচালক রুপা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বন্ধে করনীয় বিষয়ে আলোচনা করেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী, নজরুল ইসলাম আকন, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, সাবেরা ঝর্ণা ও মনিরুজ্জামান আকন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.