বাগেরহাটে জেলা প্রশাসক করোনা রোগীদের বাড়িতে গিয়ে আর্থিক অনুদান দিলেন

বাগেরহাট প্রতিনিধি: আতঙ্ক নয়, সচেতনতা ও দৃঢ় মনোবল নিয়ে করোনা যুদ্ধে জয়ী হও বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেছেন।

আজ শনিবার ৩০ মে দুপুরে তিনি বাগেরহাটের ফকিরহাট বেতাগা ইউনিয়নের ধনপোতা, নলধা-মৌভোগ ইউনিয়নের-মৌভোগ ও সদর ইউনিয়নের সিংগাতী গ্রামে গিয়ে উপরোক্ত পুষ্টিকর খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের ব্যাক্তিগত সহকারী আওয়ামীলীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, সহকারি কমিশনার মোঃ শাহাজান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, শিরিনা আক্তার ও কাজি মোঃ মহসিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.