বাগেরহাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি:`উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় সেনিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিজাউল কবির রেজা, ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এফএম ইসমাইল হোসেন, অধ্যাপক আব্দুর রব চৌধুরী, প্রফেসর বুলবুল কবির, সাংবাদিক আলী আকবর টুটুল,  ব্রাকের প্রতিনিধি আল মাসুম রহমান, রুপান্তরের প্রতিনিধি শিল্পী আকতার, জেজেএস এর আশরাফুল ইসলাম, শিক্ষার্থী তাসমিয়া তাহমিদ আপন, জামির হাসান ফয়সালসহ অনেকে। অনুষ্ঠানে প্রফেসর বুলবুল কবির সকল শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.