বাগেরহাটে কৃষি যন্ত্রপাতি বিতরণ


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক গ্রুপ গঠনের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে. অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন সেনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক রতন দাশ প্রমূখ।

এদিন কৃষক গ্রুপের মাঝে এলএলপি, হ্যান্ড রিপার, ফুট পাম্প ও হ্যান্ড স্প্রে বিতরণ করা হয়। এসময় বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও বিভিন্ন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.