বাগেরহাটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টকে ২টি মামলায় ও ২৫হাজার টাকা অর্থদন্ড প্রদান


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কর্তৃক উৎপাদিত জারের পানিরমান কম থাকায় ২টি মামলায় ও ২৫হাজার টাকা অর্থদ- প্রদান করেছে মোবাইল কোর্ট।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কর্তৃক উৎপাদিত জারের পানিরমান যাচাই এবং ফিলিং স্টেশনে সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রয় হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের মোবাইল কোর্ট পরিচালনা ”করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট জারে ট্যাগে ২০লিটার লিখা থাকলেও জারের পানির পরিমাণ প্রায় ২লিটার কম থাকার জন্য ওজন ও পরিমাপক মানদ- আইন, ২০১৮ এ ২টি মামলায় ও ২৫হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহায়তা প্রদান করেন বিএসটিআই, খুলনা এবং জেলা পুলিশ, বাগেরহাট এর সদস্যগণ । জনস্বার্থে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.