বাগেরহাটে ইমামদের কে আর্থিক সহায়তা প্রদান


 বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ইমাম সমিতির পক্ষ থেকে মরোনোত্তর তিন জন ইমামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে অনুষ্ঠিত আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আ,ন,ম ফয়জুল হক।
বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাও. মো: রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খন্দকার মুহাম্মদ রেজাউল ইসলাম, ইসলামিক ফাইন্ডেশনের উপ-পরিচালক মো. আল ফারুখ, ইমাম সতির সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ আরেফী প্রমুখ। সভা শেষে মরোনোত্তর তিন জন ইমামের পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.