বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বাই-সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন বাগেরহাট এর আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপকমিটির আহবায়ক বাবুল সরদার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সনাক সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. শাহ আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস, এম, তাহসিনুল হক, সনাক সদস্য এফ. এম. মোস্তাফিজুল হক, অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, ফিরোজা নাসরিন ডলি, পূরবী রানী দাস, এসিজি সহ-সমন্বয়কারী মিথুন সরদার, যাত্রাপুর ইউনিয়ন সেবা কেন্দ্রের উদ্যোক্তা সোনিয়া প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.