বাগেরহাটে অবৈধ অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ মোঃ ইমরান শেখ (৪০) নামের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

ইমরান উপজেলার খাজুরা নিকারী পাড়া এলাকার মৃত হযরত আলী শেখের ছেলে। পুলিশ ইমরানের বসতঘর হতে একটি লোহার তৈরি পিস্তল, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ১ টি চায়না রাইফেলের গুলি ১ টি লক কাটার, যাহার বাটের অংশে হালকা কাঠ আছে, ১ টি বার্মিজ চাকু, ১ টি কাঠের বাট সংযুক্ত চাকু ,১ টি কাটিং প্লাস ও ১ টি সাধারণ প্লাস উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লকপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকা থেকে ইমরান কে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে বসত ঘর তল্লাশি চালিয়ে উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ফকিরহাট থানার ওসি আশরাফুল আলম বিটিসি নিউজকে জানান, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইমরান কে আটক ও তার নিকট থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফকিরহাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.