বাগেরহাটে অগ্রনী ব্যাংক পিএলসি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: অগ্রনী ব্যাংক পিএলসি বাগেরহাটের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত। শুক্রবার দিন ব্যাপী বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে।
এদিন সকালে ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খান জাহান আলী ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ মিজানুর রহমান। বিকেলে পুরস্কার বিতারনী অনুষ্ঠান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অগ্রনী ব্যাংক পিএলসির খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা। ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান বিপুল মন্ডলের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা সার্কেলের উপ-মহা ব্যবস্থাপক সমর কুমার রায়।
স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক আঞ্চলিক কার্যলয়ের সহকারী মহা ব্যবস্থাপক মলয় কিশোর বিষ্ণু।
অগ্রনী ব্যাংক পিএলসির বাগেরহাট অঞ্চলের সকল শাখার কর্মকর্তা- কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতার জন্য সকল কে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান বিপুল মন্ডল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.