বাগেরহাটের শরণখোলায় ২১শে আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায়  ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে ১৫ আগস্টে মাষ্টারমাইন্ড জিয়াউর রহমান এবং ২১ আগস্টের মাষ্টারমাইন্ড হলো তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম দুটি হত্যান্ডের কুশিলব তারা দুজন। তাদের দুজনকেই বিচারের আওতায় আনতে হবে।
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় নিহতদের স্মরণ করে বক্তারা এই দাবি জানান।
বাগেরহাট জেলা আওয়ামীলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, সাবেক ডাকসু নেতা আব্দুল হক হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম এ রশিদ আকন, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম কালাম, অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা (মধু), অধ্যাপক আলমগির হোসেন,বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির, আবু জাফর জব্বার, খোন্তাকাটা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক একরামূল কবির কিসলু, ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তপু বিশ্বাস, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জালাল আহম্মেদ রুমি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষকলীগ সভাপতি এম ওয়াদুদ আকন,বাচ্চু হাওলাদার, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য জিয়া উদ্দিন তালুকদার, রাজিব হোসেন, মাসুম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান বিপ্লব, আকন্দ ইব্রাহিম সুমন, তাঁতিলীগের আহবায়ক জিয়াউল হাসান তালুকদার, এ্যাড. আমিরুল আলম মিলন ফ্যান ক্লাবের সভাপতি শাহিন হোসেন, ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক সাব্বির আল হাসান প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.