বাগেরহাটের বিশ্ব ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা দূর্ঘটনা রোধে ও সৌন্দর্য রক্ষায় অভিযান

বাগেরহাট প্রতিনিধি: বিশ্ব ঐতিহ্যের অংশ বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা, দূর্ঘটনা রোধে যত্রতত্র গাড়ী পার্কিং বন্ধ করা ও সৌন্দর্য রক্ষায় অভিযান চালিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইযুথ ডেভলপমেন্ট ফাইন্ডেশন (ডিওয়াইডিএফ)।
গতকাল সকালে যৌথভাবে তারা এই অভিযান পরিচালনা করে। বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং সড়ক দূর্ঘটনা এড়াতে নির্দিষ্ট এলাকায় গাড়ী পার্কিংয়ের জন্য বাইরে থেকে আসা পর্যটক ও স্থানীয়দের সচেতন হওয়ার আহবান জানান সংশ্লিষ্টরা।
বাগেরহাট-খুলনা মহাসড়ের পাশে বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ অবস্থিত। প্রতিদিন অসংখ্য পর্যটক মসজিদটি দেখতে আসেন। এই মসজিদের প্রধান ফটকের সামনে ময়লা আবর্জনা স্তুপ জমে রয়েছে। যা মসজিদের সৌন্দর্য নষ্ট করছে। স্থানীয় দোকানী ও ঘুরতে আসা পর্যটকরা অসচেতন ভাবে করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বিটিসি নিউজকে বলেন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঢোকার মূখের দুপাশে স্থানীয় লোকজন ও ঘুরতে আসা দর্শানার্থীরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখে। যার কারনে দেখতে খারাপ লাগে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইযুথ ডেভলপমেন্ট ফাইন্ডেশন যৌথভাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। মসজিদের সামনে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে একটা সামাজিক আন্দোলন দরকার। সেটি করতে পারলে বাগেরহাটের পর্যটন শিল্প আরও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, প্রতিদিন ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ দেখতে অসংখ্য পর্যটক আসেন। তাদের বহন করে নিয়ে আসা পরিবহণগুলো রাস্তার উপরে পার্কিং করে রাখে। এতে যেকোন সময় দূর্ঘটনার শঙ্কা থাকে। এতে পর্যটকদেরও সমস্যা তৈরি হয়। এটার জন্য ট্রাফিক পুলিশ সহযোগিতা করছে। তাই স্থানীয় দোকানীরা আগামীতে সচেতন হয়ে যেখানে সেখানে ময়লাআবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে রাখার আহবান জানান এই কর্মকর্তা।
সেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইযুথ ডেভলপমেন্ট ফাইন্ডেশনের (ডিওয়াইডিএফ) সভাপতি কাজী মাহফুজুর রহমান ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুম্মান শেখ বিটিসি নিউজকে বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ। এখানে দেশি বিদেশি পর্যটকরা ঘুরতে আসেন। তারা অসচেনভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে সৌন্দর্য বিনষ্ট করছেন।
এছাড়া এই এলাকায় গাড়ী পার্কিংও নিয়ম না মেনে করা হচ্ছে। ফলে দূর্ঘটনার শঙ্কা থাকছে। সবাইকে সচেতন করতে আমাদের সেচ্ছাসেবী সংগঠন ডিওয়াইডিএফ উদ্যোগ গ্রহণ করেছে। আজ আমরা ময়লা আবর্জনা পরিস্কার করলাম। সবাইকে সচেতন হতে হবে। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.