বাগাতিপাড়া থেকে ৫ চোরাই মোটরসাইকেল সহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ


নাটোর প্রতিনিধি: নাটোর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ও ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে।

ডিবি পুলিশ পরিদর্শক সৈকত হাসান এর নেতৃত্বে এসআই মিঠুন সরকারসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির সাথে জড়িত হাসান আলী (৩২) কে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে গতকাল রবিবার রাতে আটক করে।

পরে তার স্বীকারোক্তি মতে আটককৃত হাসানের বসতবাড়ী হইতে ০৩ টি চোরাই মোটরসাইকেল এবং তাহার দেয়া তথ্যমতে বাগাতিপাড়া থানাধীন তমালতলা বাজারস্থ জনৈক হাসিবুল হাসান এর হাসান মটরস হইতে ০২ টি সহ সর্বমোট ০৫ টি বিভিন্ন মডেলের চোরাই মটর সাইকেলসহ ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

হাসান উপজেলার মুরাদপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে। এ সংক্রান্তে বাগাতিপাড়া মডেল থানায় মামলা রুজু করা হয়।

ডিবি পুলিশ পরিদর্শক সৈকত হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.