বাগাতিপাড়ায় ধুমপানমুক্ত এলাকায় প্রকাশ্যে ধুমপান করায় ২ জনকে অর্থদন্ড

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ধুমপানমুক্ত এলাকায় প্রকাশ্যে ধুমপান করায় দুই ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও প্রিয়াংকা দেবী পালের আদালত এ দন্ডাদেশ দেন।

দন্ডিতরা হলেন, উপজেলার জামনগরের মুন্সিপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে খালিদ হোসেন (৩৫) এবং একই এলাকার মৃত ভাষা প্রামানিকের ছেলে রুবেল হোসেন (২৭)।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, অভিযুক্তরা উপজেলা চত্ত্বরের মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের সামনে প্রকাশ্যে ধুমপান করছিলেন। ধুমপানমুক্ত এলাকায় ধুমপানের এ দৃশ্য সিসিটিভিতে দেখতে পেয়ে ইউএনও প্রিয়াংকা দেবী পাল তাদেরকে আটক করেন।

এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

ইউএনও প্রিয়াংকা দেবী পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.