বাগাতিপাড়ায় ট্রাক চাপায় স্ত্রী-সন্তানসহ নিহত ৩

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার এলাকার ব্যবসায়ী খালেদ হোসেন রব (৩৩), তার স্ত্রী সোনিয়া বেগম (২৬) ও একমাত্র ছেলে তাসফি (৭)।

নিহত খালেদ হোসেন রব আড়ানী বাজারের খালেদ সু স্টোরের প্রোপাইটর খাইরুল ইসলামের ছেলে। আজ রোববার বিকাল সোয়া চারটায় উপজেলার বাঁশবাড়িয়া-জামনগর সড়কের বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের স্বজনরা বিটিসি নিউজকে জানান, বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়ার কৈচরপাড়া গ্রামের তার রফিক নামের এক আত্মীয়ের একটি বিয়ের অনুষ্ঠান শেষে স্ত্রী-সন্তানকে নিয়ে একই মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন খালেদ হোসেন রব।

পথিমধ্যে বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সংগে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজনই ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে যায়। ট্রাক নং রংপুর ট-০২-০০৫৯।

এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি (তদন্ত) স্বপন কুমার চৌধূরী ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.