বাগাতিপাড়ায় কলেজ শিক্ষক মহররম হত্যার বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৈজুরি ঠুটিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহররম হোসেন (৫২) কে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবীতে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় কলেজের ছাত্র-ছাত্রী,শিক্ষক কর্মচারিবৃন্দ ও প্রাক্তন ছাত্র ছাত্রিরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলাকালে কলেজের সাবেক অধ্যক্ষ গাজী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল মামুন, আকাশ মিয়া, মাসুদ হোসেন, রবিউল ইসলাম, কলেজ
শাখার অধ্যক্ষ কামাল পাশা, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান, স্কুল শাখার প্রধান শিক্ষক মীর আইয়ুব আলী, সিনিয়র শিক্ষক আজগর আলী প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ জুলাই বৃহস্পতিবার সকালে পুলিশ নাটোরের বাগাতিপাড়া উপজেলার ডুমরাই সরকারপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি গাছের সাথে রশিতে বাধা ও মাটিতে বসে থাকা অবস্থায় ঠুটিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহররম হোসেনের লাশ উদ্ধার করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.