বাগাতিপাড়ায় মাদক সেবনরত অবস্থায় পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার পরিদর্শক সহ তিনজন আটক 

নাটোর প্রতিনিধি: নাটোরের  বাগাতিপাড়ায় মাদক সেবনরত অবস্থায় পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার পরিদর্শক আকরামুল আওয়াল সহ তিনজনকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার সন্ধ্যায় পাঁকা ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে বাগাতিপাড়া পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার পরিদর্শক আকরামুল আওয়ালসহ তিন জনকে আটক করা হয়।
আটককৃত আকরামুল আওয়াল বাগাতিপাড়া পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চক গোয়াস গ্রামের আব্দুল মজিদের ছেলে।  অপর দুজন গালিমপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা ও নওশাদের ছেলে মশিউর।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বিটিসি নিউজকে জানান,  তাদেরকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.