বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মালঞ্চি ও বিহারকোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় কৃষকের অভিযোগের ভিত্তিতে মালঞ্চি বাজারের গারোদিয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সুভাশীষ গারোদিয়াকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে বিহারকোল এলাকার মেসার্স তুলসী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্যাম সুন্দর মোরকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা।
স্থানীয় প্রশাসন জানায়, কৃষকদের অভিযোগে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.