বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন


বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে সভাপতি আফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক পদে রাশেদুল হক ফিরোজ নির্বাচিত। শনিবার বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ক্লাবের আহ্বায়ক আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজি শাহেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের রাজশাহী বিভাগের সহসভাপতি মামুন অর রশিদ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহীর সাবেক সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন,দলিল লেখক সমিতির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম মডি, দলিল লেখক জাহাঙ্গীর আলম।

শামীম রেজা সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করায় সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় রাশেদুল হক ফিরোজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আফাজ্জল হোসেন ও ইউসুফ আলী সরকার সমান সংখ্যক ভোট পাওয়াতে এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফাজ্জল হোসেন প্রথম এবং ইউসুফ আলী সরকার দ্বিতীয় বছরে সভাপতির দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.