বাগমারা উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা


বাগমারা প্রতিনিধি: বাগমারা উপজেলা উপজেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিষদের উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
এবারে উপজেলায় ১৮ কোটি, ১০ লাখ, ৩৩ হাজার ৭ শত ৭ টাকা উৎবৃত্ত দেখিয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী, ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প কর্মকর্তা রাজিব আল রানাসহ উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা আহসান হাবিব, থানার ওসি (তদন্ত) শয়েব খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ইউপি চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি, চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, রফিকুল ইসলাম, অধ্যক্ষ আজাহারুল হক, মাষ্টার লুৎফর রহমান, মোজাম্মেল হক ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান এর পরিচালনায় মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এছাড়া অনুষ্ঠানের পর পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম বাষির্কী ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনানার ও সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.