বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা


বাগমারা প্রতিনিধি: কাজের স্বীকৃতি মানুষকে উৎসাহিত, উদ্দীপ্ত, অনুপ্রাণীত এবং আত্মপ্রত্যয়ী করে তুলে এমন প্রত্যাশায় প্রতিবারের ন্যায় রাজশাহীর বাগমারায় এবারে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিক ভাবে উপজেলা সদর ভবানীগঞ্জ মাধ্যমিক শিক্ষা ভবনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতদের সংবর্ধনা দেয়া হয়।
এতে বাগমারা ডিগ্রী কলেজকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজের অধ্যক্ষ জিয়াউল হক রাবু ও ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ হাতেম আলী শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সন্মামনা স্বারক ও সনদ প্রদান করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান ও একাডেমিক সুপার বাইজার আব্দুল মুমীত।
এছাড়া কারিগরী শাখায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল ও কাররিগরী কলেজ শ্রেষ্ট কলেজ হিসেবে পুরুস্কার নেন অধ্যক্ষ জিয়াউল আলম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.