বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় যথাযথ মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
সন্ধ্যায় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার, ভাইস চেয়ার আসাদুজ্জামান আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আহসান হাবিব, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প কর্মকর্তা রাজীব আল রানা, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.