বাগমারায় ভ্রাম্যমান আদালতে মুদির দোকানসহ ৪টি দোকানীর জরিমানা


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ভোক্তা আইন সংরক্ষণ ২০০৯ এর ৪১ ধারায় মিষ্টি, মুদির দোকানসহ ৪টি দোকানে ভ্রাম্যমান আদালতে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত এ ব্যবস্থা নেওয়া হয়।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে নিম্ন মানের মিষ্টি, অনুমোদিত গ্যাস সিলিন্ডার দোকান ও ওজনে কম দেয়ার অভিযোগে ৪টি দোকানে ভোক্তা আইন সংরক্ষণ কর্তৃক অভিযান চালানো হয়।
ভেজাল মিষ্টি বিক্রি, অনুমোদিত গ্যাস সিলিন্ডার রাখা ও সবজি ওজনে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে দোকান গুলোতে অভিযান চালালে অপরাধীরা ভ্রাম্যমান আদালতে তাদের অপরাধ স্বীকার করলে আদালত তাদেরকে অর্থদন্ড প্রদান করে।
এতে দুই মিষ্টির দোকানে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা, মুদির দোকানে ১ হাজার টাকা, গ্যাস বিক্রেতার ২ হাজার ও সবজি দোকানীর ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান অভিযানের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মাসুদ আলী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.