বাগমারায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল


বাগমারা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা মনোয়নপত্র দাখিল করেছেন। আজ বুধবার দিনব্যাপি প্রার্থীরা আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে শুভডাঙ্গা ইউনিয়নে গত বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম প্রামানিক দলীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলা প্রকৌশলীর দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে তিনি দ্বিতীয় বার দলীয় মনোনয়ন পেয়েছেন। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, মাস্টার আব্দুল মজিদ শেখ প্রমুখ।
অপরদিকে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ও রিটানিং কর্মকর্তার হাতে ফরম দাখিল করেন বাসুপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন। তিনি দ্বিতীয় বারের মতো নৌকার প্রাথী হিসেবে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন। লুৎফর রহমান বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
ফরম দাখিল কালে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের প্রদর্শক আব্দুল গাফ্ফার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সাগর সহ দলীয় নেতৃবৃন্দ।
একই ভাবে আউচপাড়া ইউনিয়নে গত বারের নির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার জান মোহাম্মদ দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক শিক্ষা অফিসার ও রিটানিং কর্মকর্তার হাতে ফরম দাখিল করেন। তিনি দ্বিতীয় বারের মতো নৌকার মনোনয়ন নিয়ে আউচপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
পাশাপাশি মাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ফরম দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা আ’লীগের সদস্য রেজাউল হক। দুপুরে মৎস্য কর্মকর্তা কার্যালয়ে রিটানিং কর্মকর্তা রবিউল করিমের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় তাঁর সালে ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, সদস্য সাহার আলী মাস্টার, ওয়ার্ড আ’লীগের সভাপতি রমজান আলী, আ’লীগ নেতা আসাদুজ্জামান, যুবলীগ সভাপতি সিদ্দিক প্রমুখ।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটানিং অফিসার রাজিবুর রহমানের নিকট চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জহির উদ্দীন বাবর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুবলীগের সভাপতি শাহ রেজা আলম ইমন সহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে গোবিন্দপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন উপজেলা প্রাণিসম্পদ অফিসে মনোনয়ন ফরম দাখিল করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ মনোনয়ন ফরম দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং ৫ জানুয়ারী এক যোগে অনুষ্ঠিত হবে উপজেলার ১৬ টি ইউনিয়নে নির্বাচন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.