বাগমারায় বিদ্যুতের তারে ঝুলিয়ে ডিস লাইন কর্মীর মর্মান্তিক মৃত্যু

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক খুটিতে কাজ করতে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ডিসলাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবজাল হোসেন (৪৬) নামে এক ডিস লাইন কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারের সাথে ঝুলে থাকা লাশ রাত ৮টা পর্যন্ত তারের খুটির সাথে থাকে। এ রির্পোট লেখা পয়ন্ত তার লাশ কেউ উদ্ধারে আসেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় আবজাল উপজেলার বড়বিহানালী ইউনিয়নের কুলিবাড়ি এলাকায় আমতলী বিলে একটি খঁটিতে ডিসের লাইন চেক করতে যায়। এসময় বিদ্যুৎ চলাকালীনরের লাইনের সংযোগ পেয়ে ঘটনাস্থলে মারা যান।
এদিকে দীর্ঘ সময়ে লাশ ঝুলে থাকায় স্থানীয়রা বিড়াম্বনায় পড়ে। এলাকাবাসী আকর্ষিক মৃত্যু হতবাক তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম মিনারুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, বিষয়টি এই মাত্র জানলাম। আমাদেরকে না জানিয়ে কেউ কাজ করলে এর দায়ভার তাদের উপর বর্তায়। এখানে আমাদের কিছু করার নেই। তবে লাশ নামাতে আমাদের লোক জন ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান। কেন সে বিনা অনুমতিতে লাইনে উঠেছে। এসব বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.