বাগমারায় বিজ্ঞান মেলা আগামী ১৪ ও ১৫ নভেম্বর হচ্ছে


বাগমারা প্রতিনিধি: বিজ্ঞানমনষ্ক শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যথাযথ ব্যবহারের লক্ষ্যে শুরু হচ্ছে ৪৪ তম বাগমারায় জাতীয় বিজ্ঞান মেলা ২০২২।
উপজেলা প্রশাসনের আয়োজনে মেলাটি শুরু হবে আগামী ১৪ ও ১৫ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মেলার লক্ষ্য হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানমনষ্ক শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যথাযথ ব্যবহার বাড়ানো।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিস্পিয়াড উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ ব্যবস্থাপনা উপ-কমিটি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য বিজ্ঞান ক্লাবের সদস্য বৃন্দ, তরুন ও অপেশাদার বিজ্ঞানীগণ, উদ্বাবকগণ এবং ব্যক্তি পর্যায়ে সরকারী, বেসরকারী অংশ গ্রহণকারী বিশেষ গ্রæপ হিসেবে আলাদা আলাদা ইভেন্টে অংশ নেয়ার সুযোগ রয়েছে এ মেলায়।
আয়োজকরা আরো জানায়, আগত বিভিন্ন সুযোগ সুবিধা। ১৪ নভেম্বর সকাল ৯টায় শুরু হয়ে মেলা চলবে পরদিন বিকাল ৫টা পর্যন্ত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.