বাগমারায় উপজেলা পর্যায়ে যুবদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের উদ্বোধন


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা পর্যায়ে যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে এক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২০অক্টোবর) উপজেলার গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাগমারা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ৬ দিন ব্যাপি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন সরদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুজন আলী, চান্দেআড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রশিক্ষক শাহনাজ আকতার প্রমুখ।
প্রশিক্ষনের মুল বিষয় এলাকার নারী প্রশিক্ষনার্থীদের বøক-বাটিক বিষয়ে প্রশিক্ষিত করে তাদের কর্ম ব্যবস্থার সুযোগ্য করে গড়ে তোলা। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ত্রিশজন নারী প্রশিক্ষনে অংশ নেয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.