বাগমারায় অবৈধ ইট ভাটায় গুঁড়িয়ে দেয়ার পরের দিন আবারো চালু


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় অবৈধ ড্রামচিমনী ইট ভাটায় নিয়মিত ভাবে ইট পোড়ানের অভিযোগে গত গতকাল সোমবার পশ্চিম বাগমারার দুইটি ইট ভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়ার পরের দিন পুনরায় চালু করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রশাসনের অভিযানের পরের দিন আজ মঙ্গলবার পুনরায় ওই দুইটি ভাটা চালু করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার ১৮টি অবৈধ ভাবে ড্রামচিমনী ইট ভাটা চালু রয়েছে। এসব ইটভাটার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী। ড্রামচিমনী ইট ভাটার বিরুদ্ধে খড়ি ব্যববহার ও জনবসতি এলাকায় পরিবেশ দুষণ অবৈধ ইট ভাটা গড়ে উঠায় এলাকাবাসী বিব্রত।
এই ধারাবাহিকতায় সোমবার রাতে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শালমারা গ্রামের শফিকুল ইসলাম এবং নরদাশ ইউনিয়নের মাদিলা গ্রামে জাহিদুল ইসলামের ড্রামচিমনী ইটভাটায় অভিযান চালিয়ে চিমনী ভেঙ্গে দেয় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। প্রশাসনের উপস্থিত বুঝতে পেরে সে সময় ভাটা কর্তৃপক্ষ পালিয়ে যায়। কাউকে না পেয়ে ড্রামচিমনী ভেঙ্গে ফেলা হয়।
এদেকি ড্রামচিমনী ভেঙ্গে দেয়ার পরের দিন মঙ্গলবার সকালে অভিযানকৃত ওই দুই ইটভাটা আবারও চালু করেছে বলে স্থানীয়রা জানায়। অভিযানের পরের দিন পুনরায় অবৈধ ইটভাটা চালু হওয়ায় স্থানীয়বাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বিটিসি নিউজকে বলেন, উপজেলায় যে সমস্ত অবৈধ ড্রামচিমনি ইটভাটা গড়ে উঠেছে পর্যায়ক্রমে সেগুলো উচ্ছেদ সহ ওই সকল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কাজ অব্যাহত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.