বাগমারার ১৬ ইউনিয়নে ৫ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী ২০২২ সালে অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে পঞ্চম ধাপে দেশের ৭০৭ ইউপিতে ভোট গ্রহণে আজ শনিবার ৯০-তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের এ তফসিল ঘোষণা করেছেন।
এতে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ৭ ডিসেম্বর, যাচাই-বাছাই ৯ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ১৬টি ইউনিয়নের ভোট গ্রহণ।
উপজেলার ১৬টি ইউনিয়নে ২০১৬ সালের ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইউনিয়নগুলো হলো ১ নং গোবিন্দপাড়া, ২ নং নরদাশ, ৩ নং দ্বীপপুর, ৪ নং বড়বিহানালী, ৫ নং আউচপাড়া, ৬ নং শ্রীপুর, ৭ নং বাসুপাড়া, ৮ নং কাচারী কোয়ালীপাড়া, ৯ নং শুভডাঙ্গা, ১০ নং মাড়িয়া, ১১ নং গনিপুর, ১২ নং ঝিকরা, ১৩ নং গোয়ালকান্দি, ১৪ নং হামিরকুৎসা, ১৫ নং যোগীপাড়া এবং ১৬ নং সোনাডাঙ্গা। ৪ লক্ষাধিক জনসংখ্যার এই উপজেলায়। ১৬টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ২৯০ জন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ১৬টি ইউনিয়নের ভোটার সংখ্যা উল্লেখ করা হলো:
১ নং গোবিন্দপাড়া ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ২০ হাজার ৬৭১ জন, এতে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ৫৪৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ১০ হাজার ১২৪ জন।
২ নং নরদাশ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৭ হাজার ৯৪৮ জন, এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ১০৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ৮ হাজার ৮৪৪ জন।
৩ নং দ্বীপপুর ইউনিয়নে মোট ভোটার ৯ হাজার ২০৫ জন, এতে পুরুষ ভোটার রয়েছে ৪ হাজার ৬৩৬ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৫৬৯ জন।
৪ নং বড়বিহানালী ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১১ হাজার ২৫৯ জন, এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫ হাজার ৬৯৯ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৫৬০জন।
৫ নং আউচপাড়া ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৬৭১, এতে পুরুষ ভোটর রয়েছে ১১ হাজার ৮৩১ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৪৬৫ জন।
৬ নং শ্রীপুর ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৫৪১ জন, এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫ হাজার ৩৫৫ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ১৮৬ জন।
৭ নং বাসুপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ০৩০ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১০৬ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৯২৪ জন।
৮ নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে মোট ভোটার ৬ হাজার ৮৬৭জন, এতে পুরুষ ভোটার রয়েছে ৩ হাজার ৪১৩জন এবং মহিলা ভোটার ৩ হাজার ৪৫৪ জন।
৯ নং শুভডাঙ্গা ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৩৮৫ জন, এতে পুরুষ ভোটার রয়েছে ১১ হাজার ৮৬২ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৫২৩ জন।
১০ নং মাড়িয়া ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৮৮৩ জন, এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮ হাজার ৪৯৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ৮ হাজার ৩৯০ জন।
১১ নং গনিপুর ইউনিয়নে মোট ভোটার ৩২ হাজর ১৯৫ জন, এতে পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার ২২৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৫ হাজার ৯৭২ জন।
১২ নং ঝিকরা ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৪৪৩ জন, এতে পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৮৭১ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৫৭২ জন।
১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৫৫৮ জন, এতে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ৮৮৭ জন এবং মহিলা ভোটার রয়েছে ১০ হাজার ৬৮২ জন।
১৪ নং হামিরকুৎসা ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৯১৩ জন, এতে পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ০২০ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৮৯৩ জন।
১৫ নং যোগীপাড়া ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৫২২ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৫০ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ১৭২ জন এবং ১৬ নং সোনাডাঙ্গা ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৭ হাজার ৫৬৪জন, এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজর ৮০৬ জন এবং মহিলা ভোটার ৩ হাজার ৭৫৮ জন।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.